বগুড়া সারিয়াকান্দিতে জুয়াখেলায় বাঁধা দেয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার সাহানবান্ধা গ্রামের নূরুল ইসলাম খাজা (৪৫), আশরাফ আলী (৫৫) এবং পিয়ারা বেগম (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নূরুল ইসলাম খাজা নামে একজন কৃষকের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তার বাড়ির শোকেচ, টিভি এবং গৃহস্থালি বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। এ সময় বাঁধা দেওয়ায় নূরুল ইসলামকে রড দিয়ে মেরে তার গলায় এবং বুকে গুরুতর জখম করেছে।
এগিয়ে আসলে তার ভাই আশরাফ আলীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় সে গুরুতর আহত হয়। নূরুলের স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আহতদের সারিয়াকান্দি থানা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
সারিয়াকান্দি থানার মামলা সূত্রে জানা গেছে, সাহানবান্ধা গ্রামের একটি বসতবাড়িতে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছেন। এ সময় তারা বসতবাড়ির নানা জিনিসপত্র ভাংচুর করে এবং আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ১৭ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ১নং আসামি সোনাতলা উপজেলার চরপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে শাকিল ইসলাম এবং ৮নং আসামি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল উত্তরপাড়ার জাবেদ আলীর ছেলে রিমন ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
নূরুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাব্বী বলেন, সাহানবান্ধা গ্রামের যমুনা নদীর চরে নির্মিত গুচ্ছগ্রামের উত্তর পার্শে কয়েকজন ছেলেরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করত এবং ওই স্থানে তারা জুয়ার আসর বসাত। আমি এ খবর পুলিশকে দেই। পুলিশকে এ ধরনের খবর দেওয়ায় তারা আমার উপর ক্ষুব্ধ হয় এবং আমাকে মারতে আমার বাড়িতে হামলা করে। আমাকে না পেয়ে তারা আমার মা-বাবা এবং চাচাকে মেরেছে। তারা এখন বগুড়া মেডিক্যালে ভর্তি আছেন। আমার চাচার অবস্থা খুবই খারাপ। তার মাথা থেকে মগজ বের হয়ে এসেছিল। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমাকে মেরে ফেলার জন্য তারা আমার বাড়িতে এসেছিল। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর