বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার কঞ্চিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা (৬) ওই এলাকার আবুল কালামের ছেলে। সে স্থানীয় ব্রাক স্কুলের ছাত্র।
দুপচাঁচিয়া থানার এসআই সুজাউদ্দৌলা জানান, সকালে সবার অগোচরে বাড়ির পাশের এই পুকুরে ডুবে যায় আবু তালহা। পরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল