বগুড়ার কাহালু উপজেলায় আদরী রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাশ্মিমালা এলাকার একটি পুকুর থেকে ওই বিধবার লাশ উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে কাহালু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আদরী ওই এলাকার মৃত রমজানের স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত বিধবা আদরী রানীর সতিনের দুই ছেলেসহ মোট চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- আদরীর সতিনের ছেলে মো. লিটন (৩৫), মো. দোয়েল (২৮), লিটনের স্ত্রী মোছা. নাজমা (২৭) ও কাশ্মিমালা গ্রামের লোকমানের ছেলে মো. রকি (৩৮)।
শনিবার দুপুরে কাহালু থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার কাশ্মিমালা রঞ্জুর বাড়িতে মহিলাদের সাথে তারাবির নামাজ পড়তে যান আদরী রানী। তারাবির নামাজের পর স্থানীয় একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন লোকজন। লাশ ভাসতে দেখে কাহালু থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ যেয়ে বিধবা আদরীর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমবার হোসেন জানান, আদরীর গলায় ফাঁসের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর