গাজীপুরের কালিয়াকৈরে একটি বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে একদল ছিনতাইকারী। পরে তারা ওই বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে তার পাঁচ লাখ টাকা ছিনতাই করে বলে অভিযোগ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে।
আহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার কালাইভিটা এলাকার লেহাজ উদ্দিনের ছেলে লাবিব উদ্দিন।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লাবিব উদ্দিন শুক্রবার ভান্নারা বাজারে তার দোকানের বেচা-কেনা শেষে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি কালাইভিটা যাচ্ছিলেন। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে ওই বাজারের বেলতলা নামক স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা ৬-৭ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা ওই ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এসময় তার কাছে থাকা ব্যাগ ভর্তি দোকানের বেচা-কেনা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের দোকানদার ব্যবসায়ীরা এগিয়ে গিয়ে আহত ব্যবসায়ী লাবিব উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ওই ব্যবসায়ী লাবিব উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত ব্যবসায়ী লাবিব উদ্দিনের চাচাত ভাই শাহিন হোসেন জানান, লাবিব উদ্দিন তার দোকানে বেচাকেনা শেষে দোকানের বেচাকেনার ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, ওই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল