জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে স্কাউট দিবস পালিত হয়েছে। শনিবার মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে স্কাউট দিবস পালিত হয়। সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এর পর একটি র্যালি বের করা হয়। জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর পর মেহেরপুর জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল