খাদ্যের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে এক পরিবারে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১১ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লবপুর গ্রামে বিআরডিবি কর্মী পুতুল রানীর বাড়িতে দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায়।
প্রতিবেশিরা টের পেয়ে অসুস্থ অবস্থায় দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা হলেন, বল্লবপুর গ্রামে পুতুল রানী, বিমল ও অর্নব।
স্থানীয় ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু জানান, রাত ৯টার দিকে রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার প্রাক্কালে সবাই অসুস্থ হয়ে পড়ে। তাদের গোঙানিতে প্রতিবেশীরা দ্রুত এসে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির আলমারী ভেঙে জরুরী প্রয়োজনে ব্যাংক থেকে তোলা নগদ তিন লাখ টাকাসহ দশ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রীতা রানী পাল বলেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ৩ জন বর্তমানে আশংকামুক্ত।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল