নববর্ষ কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে বান্দরবান শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীরা।
বান্দরবান শহরের রাজার মাঠ চত্বরে বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী সাংগ্রাই উৎসব উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) এবং কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ যৌথভাবে অনুষ্ঠানমালা আয়োজন করে।
বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং জানান, কর্মসূচি অনুযায়ী উৎসবের ২য় দিনে বৃহস্পতিবার ১৪ এপ্রিল বুদ্ধমূর্তি স্নান ও ১৫ এপ্রিল বিকেলে শহরের শঙ্খ নদীর চরে মৈত্রী পানি বর্ষণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন বর্ষবরণ উপলক্ষ্যে যৌথভাবে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচি অনুযায়ী মঙ্গল শোভাযাত্রার পর রাজার মাঠে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল