বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭,৭৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭,৬৫৩ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
চিকিৎসকরা বলছেন, বর্ষা মৌসুম শেষ না হওয়া এবং শীত পুরোপুরি না আসা পর্যন্ত ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ