ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে বিপুল পরিমাণ আতশবাজিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে প্রায় চার লাখ ২৫ হাজার টাকার আতশবাজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হৃদয় খান (২৬), মো. আল-আমীন (৪০) ও মনির হোসেন (৩৫)। তাদের সবার বাড়ি জেলার কসবা উপজেলায়। সিএনজিচালিত অটোরিকশায় করে তারা এসব আতশবাজি পাচার করছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়।
এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে সোমবার সদর উপজেলার বরিশল গ্রাম থেকে লিটন মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। লিটন মিয়ার বাড়ি নবীনগর উপজেলায়। অপরদিকে আখাউড়া থানা পুলিশ রবিবার গভীর রাতে মনিয়ন্দের শিবনগর এলাকা থেকৈ ৯৩০ পিস ইয়াবা, ৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে। এসময় আশিক মিয়া (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম