ঝালকাঠি জেলায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভাতা প্রদান করা হয়েছে। বুধবার ঝালকাঠি সদর উপজেলার ১ হাজার ৩৯৪ জন আনসার সদস্যদের মধ্যে এই ভাতা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন।
এ সময় প্রত্যেক প্লাটুন কমান্ডারকে ২ হাজার ৪০৩ টাকা এবং সাধারণ সদস্যদেরকে ২ হাজার ২০৩ টাকা হারে প্রদান করা হয়। বেলা ১১টায় ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে আনসার ভিডিপি সদর উপজেলা কর্মকর্তা মো. আল আমিন, রাজাপুর উপজেলা কর্মকর্তা মোসাম্মৎ সেলিনাসহ আরও কর্মকর্তা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ভাতা নিতে আসা আনসার সদস্যরা বলেন ২০২১ সালের জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। তার আট মাস পর আজ ভাতা হাতে পেয়েছি। আগামীতে এই টাকা যাতে দ্রুত দেয়া হয় সেজন্য সরকারের প্রতি আমাদের দাবি রইলো।
বিডি প্রতিদিন/আবু জাফর