আগামী বছরের মধ্যেই নেত্রকোনার খালিয়াজুরী কীর্ত্তনখোলা বাঁধের ৭ কিলোমিটার অংশ স্থায়ীভাবে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বুধবার দুপুরে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীর কীর্ত্তনখোলা বেরিবাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তরে একথা জানান কবির বিন আনোয়ার।
বাঁধ পরিদর্শনকালে সচিব আরও বলেন, আগামীতে বাঁধ নির্মাণ প্রকল্পের পিআইসি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও একাধিক কৃষক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকতসহ হাওর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা।
নেত্রকোনা হাওর পরিদর্শন শেষে বিকেলে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনার থাল হাওর পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এর আগে, সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যবেক্ষণমূলক মতবিনিময় সভা করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই