বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বহিরাগত দুই গ্রুপের সংঘর্ষে দু’জন আহত হয়েছে। আহতদের একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মণ্ডল জানান, দুপুর ২টার দিকে দুই ছেলে ও এক মেয়ে বগুড়ার সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে পুকুর পাড়ে বসেছিল। কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। যুবকরা এসময় তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে। এসময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গিয়ে বিষয়টি সুরাহা করে দুই দলকে বিদায় করে দেয়।
এ ঘটনার পর বিকেল ৩টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় জেলা শহরের পুরান বগুড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আসাদ মিয়া (১৮) ছুরিকাহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ প্রশাসন ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, বহিরাগতরা ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তবে কি কারণে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, আমরা এখনো নিশ্চিত নয়। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি প্রতিদিন/এমআই