মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন। ২২ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, কালচারাল অফিসার জ্যোতি সিনহাসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসকের কর্মকর্তারা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই