জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, যখন অনেক কিছু অপসংস্কৃতির মধ্যে ঢুকে যায়, ইতিহাস বিকৃতির মধ্যে ঢুকে যায়; সেই সময় ইতিহাস চর্চা, লেখকের শক্তিমত্তাই মূলত প্রকৃত সত্যের কাছে পৃথিবীর সকল মানুষকে সম্মিলীতভাবে নিয়ে যেতে পারে। এটিই হচ্ছে লেখা এবং লেখকের শক্তি। লেখনিতে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ইতিহাস বিকৃতি রোধ করতে হবে।
বুধবার গাজীপুরে মূল ক্যাম্পাসে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলার স্থপতি’ শীর্ষক গ্রন্থের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগ্চী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ