দিনাজপুরে হঠাৎ করে রেলওয়ের রানিং (লোকোমেটিভ মাস্টার) স্টাফদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরসহ বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে ট্রেন আটকা পড়ে। বুধবার সকাল ৭টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।
তবে দুপুর ২টা থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জিয়া। কর্মবিরতির সময় অনেকে ট্রেনের টিকিট ফেরতও নিয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ ভাতা সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। পার্বতীপুরে আটকাপড়া ট্রেনগুলোর মধ্যে ছিল ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোঁলনচাপা এক্সপ্রেস, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র্র এক্সপ্রেস। এছাড়াও অন্যান্য স্টেশনগুলোতেও ট্রেন আটকা পড়ে বলে জানা গেছে।
এ ব্যাপারে রানিং স্টাফদের নেতা পার্বতীপুর লোকোমাস্টার বিএম শহিদুল ইসলাম রানা জানান, দীর্ঘ ১৬৫ বছর ধরে চলমান মাইলেজ ভাতা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছি।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, হঠাৎ করে ধর্মঘটের ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ট্রেন চলাচল বন্ধ থাকা অবস্থায় অনেক যাত্রী টিকেট ফেরত দিলে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টার পর কর্মবিরতি প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এমআই