ময়মনসিংহের ভালুকা উপজেলা মাইক্রো-প্রাইভেটকার চালক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলামের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ভালুকা উপজেলা মাইক্রো প্রাইভেটকার চালক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য শামীম আহাম্মেদকে সভাপতি ও জহিরুল ইসলামকে প্রথম সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন-মো. সবুজ আহাম্মেদ, রফিকুল ইসলাম রফিক ও সোহাগ মিয়া।
বিডি প্রতিদিন/এমআই