বগুড়ার শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির বিশেষ সভা মঙ্গলবার বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শান্তিনগরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শহরের রেজিস্ট্রি অফিস বাজার সড়কে যানজট নিরসনে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।
সেই সঙ্গে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভায় নির্মিত ১৩ কোটি টাকা ব্যয়ে পৌর কিচেন মার্কেট চালু না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই নবনির্মিত ওই মার্কেটের দোকান পজিশন বরাদ্দ দিতে বিলম্ব করা হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি নিত্যপণ্য কেনাকাটায় সাধারণ জনগণও সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। তাই বিদ্যমান এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ওই সভায়।
সংগঠনের সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার বসাক, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহজামাল কামাল, নির্বাহী সদস্য আব্দুল হালীম খোকন, সুদেব কুমার পাল, প্রভাষক নাহিদ আল মালেক, ফারুক হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। পরে ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু।
বিডি প্রতিদিন/এএ