নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া লুটপাটের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রায়পুরা উপজেলার ভাটি বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, বালু ব্যবসায়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত ভাটিবদরপুর গ্রামের সাবেক মেম্বার গোলজার হোসেন ও একই গ্রামের রফিকুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার মারামারি, মামলা ও পাল্টা মামলা দায়ের হয়। এরই মধ্যে রফিকুলের সমর্থকরা এলাকায় আধিপত্য ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। এতে বাধা দিয়ে আসছিল গোলজারের সমর্থকরা।
এরই জের ধরে রফিকুলের সমর্থকরা মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় ৩টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুরা থানার ওসি (অপারেশন) আতাউর রহমান বলেন, আধিপত্যকে কেন্দ্র করে আগেও দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এসবের জের ধরেই পুনরায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ভাঙচুরের ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই