কুমিল্লায় গত ১৫ মাসে ২ হাজার ১০৮ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসব আসামিদের গ্রেফতারের মাধ্যমে সর্বমোট প্রায় ৩ হাজার বছরের সাজা এবং ৩৩ কোটি টাকা অর্থদণ্ড নিশ্চিত করা হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আবদুর রহীম ও অতিরিক্ত পুলিশ (অপরাধ) এম তানভীর আহমেদ।
অতিরিক্ত পুলিশ (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের অভিযানে হত্যা, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকসহ নানা অপরাধের মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ২ হাজার ১০৮ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিরো টলারেন্স দেখিয়ে কুমিল্লাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদকে সামনে রেখে চুরি ছিনতাইসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।
বিডি প্রতিদিন/এএম