নাটোর জেলা আওয়ামী লীগের বিল্পবী সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও ইংগিত থিয়েটার নাটোর শাখার সভাপতি প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় (দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকা অফিসে) পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, কবর জিয়ারত এবং বাদআসর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু । অনুষ্ঠানে সঞ্চালনা করেন মরহুম হানিফ আলী শেখের সহোদর নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এডভোকেট মালেক শেখ।
উল্লেখ্য, ১৪৩২ হিজরি ১১ রমজান মাগফেরাতের প্রথমদিনে মস্তিস্কে রক্তক্ষরনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। তার মৃত্যুতে নাটোরবাসী একজন রাজনৈতিক অভিভাবককে হারান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ