নাটোর জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্থিতি অবস্থা জারি করেছে নাটোর সদর সিনিয়র সহকারী জজের আদালত। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে নাটোর সদর সিনিয়র সহকারী জজ মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন ।
এর আগে, ইউনিয়নের একাংশের সংগঠনবিরোধী কার্যকলাপ ও অবৈধভাবে আগামী ১৬ এপ্রিল মুলতবি সভা আহ্বানের বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মোস্তারুল ইসলাম আলম পিটিশন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এসময় আদালত বিবাদী জামাল হোসেন দিংকে কেন অস্থায়ী নিষেধজ্ঞা আদেশ প্রদান করা হবেনা তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাদী ও বিবাদীকে তপশীল শ্রমিক ইউনিয়নে মোকাদ্দমা দায়ের পূর্বে যে যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন ।
উল্লেখ্য, সম্প্রতি টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের নাটোর জেলা অফিসে তালা ঝুলিয়ে দেয় শ্রমিকদের একাংশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ