ফরিদপুরের চরভদ্রাসনে বাংলা নববর্ষ উদযাপন করো হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার নেতৃত্বে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চরভদ্রাসন থানা পুলিশ, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয়দের নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হতে বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম