চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকালে ডিসি অফিসের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন। এরপর মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ডিসি অফিস চত্বরে বঙ্গবন্ধ মঞ্চে এসে শেষ হয় এবং সেখানে বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ