ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
শোভাযাত্রায় স্থান পায় বিভিন্ন পাখ-পাখালি ছবি, বর-কনে, ঘটক, পালকি, বাংলার ঐতিহ্যের বিভিন্ন উপকরণ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লোকজমেলা ও বর্ষবরণ অনুষ্ঠানে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএম