যশোরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়েছে। বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছে শোভাযাত্রাটি।
যশোরের ৩০টি সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ শত শত মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন। তারা নানা ধরনের বাদ্যযন্ত্রের সাথে নেচে, গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
করোনার কারণে গত দুই বছর যশোরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। এবার করোনা পরিস্থিতি ভাল থাকায় মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নিয়েছেন।
এদিকে উদীচী যশোর, বিবর্তন, তীর্যকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নববর্ষ উপলক্ষে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/নাজমুল