বাংলা নববর্ষ ১৪২৯ বরণে খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণিল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাংলার আবহমান ঐতিহ্যবাহী বৈশাখী সঙ্গীত ‘এসো হে বৈশাখ’ দিয়ে টাউন হল প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসস্তি চাকমা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল