নীলফামারীতে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। আজ বৃহস্পতিবার বর্ষবরণ উদযাপন উপলক্ষে সকালে নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ হতে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসীন আরেফিন এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/ফারজানা