বাংলা নববর্ষ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়।
পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই