নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে আজ বৃহস্পতিবার সকালে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।
পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজন করা হয় গ্রামীন বাংলার ঐতিহ্য লাঠিখেলাটি। বিভিন্ন উপজেলা থেকে আসা লাঠিয়ালরা ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে লাঠির কসরত প্রদর্শণ করে খেলোয়াড়রা। এসময় প্রধান অতিথি হিসাবে খেলাটি উপভোগ করেন জেলা প্রশাসক মনিরা বেগমসহ আমন্ত্রিত অতিথিগণ।
বিডি প্রতিদিন/এএ