ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসস্ট্যান্ড থেকে টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কোটচাঁদপুর উপজেলার আখ সেন্টার পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) ও একই উপজেলার এলাঙ্গী গ্রামের বাবু তালেপের ছেলে আক্তার হোসেন (১৮)। এদের মধ্যে সাব্বির হোসেন (২০) ও সোহাগ হোসেন (২০) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দুইজনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
জানা গেছে, সকাল ১১টার দিকে কিছু শ্রমিক যানবাহন থেকে পৌরসভার টোল আদায়ের টাকা উঠাচ্ছিল। ওই সময় শ্রমিকদের অপরপক্ষ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে দু’পক্ষ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের ৬ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জীবন হোসেন মারা যায় এবং যশোর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আক্তার হোসেন মারা যায়। স্থানীয় জানান, পৌরসভার হাট ইজারা নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা পরিস্থিতি চলে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, এখানে ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং অপর গ্রুপের নেতৃত্বে দেন কোটচাঁদপুর বিদ্রোহী পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহিন মিয়া। এটা নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে। তবে দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/এএ