শরীয়তপুরে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য নিতে আসা ক্রেতাদের পণ্য দিয়ে বরণ করে নিলেন শরীয়তপুরে জেলা প্রশাসক পারভেজ হাসান। বুধবার দুপুরে সদর উপজেলার চিকিন্দী ইউনিয়নে সাড়ে ৯শ জন ক্রেতার মাঝে টিসিবির পন্য-সামগ্রী বিতরণ করা হয়।
দ্বিতীয় দফায় এসব পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ২ কেজি ছোলা। টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে সরবরাহ করবে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নবিত্ত মানুষকে অর্থনৈতিক সাশ্রয় দিতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশের মত শরীয়তপু জেলায় খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মন্দীপ ঘরাই এর সঞ্চলনায় উপস্থিত ক্রেতাদের মাঝে পণ্য তুলে দেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা ফাতেমা আক্তার, চিকন্দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মাদবর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ