ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর, আঞ্জুমান সুপার মার্কেট, বাসস্ট্যান্ড, থানা রোড ও ছনকান্দা বাজার হয়ে শিববাড়ী রোড দিয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণারে গিয়ে শেষ হয়।
এতে ফুলপুর সরকারি কলেজের ছাত্র শিক্ষক, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯, এসো হে বৈশাখ, এসো এসো ইত্যাদি খচিত ডালা বুকে নিয়ে পহেলা বৈশাখের বিশেষ পোশাক পরিধান করে শোভাযাত্রায় অংশ নেন ছাত্রীরা। এসময় ছাত্র শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের গায়েও ছিল বিচিত্র ধরনের আকর্ষণীয় পোশাক।
শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ওসি আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ। সবশেষে বঙ্গবন্ধু কর্ণারে আয়োজিত পথসভায় দাঁড়িয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ