আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৪২৯ বঙ্গাব্দ বরণ করেছে শিবপুরের উপজেলা প্রশাসন। বর্ষরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বতিক্রমী আয়োজন ছিল। সকালে স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহনের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরনের অনুষ্ঠানিকতা। এই আয়োজন চলবে পাঁচদিন ব্যাপী। উপজেলার প্রাণ কেন্দ্রে পাঁচদিনের আয়োজনের মধ্যে রয়েছে কাবাডি খেলা, সাপের খেলা, লাঠি খেলা, কাছিটানসহ নানা আয়োজন থাকছে এবারের বৈশাখ মালায়।
লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়েছে টেপা পুতুল, মাছ, ঘোড়া ও পাখির প্রতিকৃতি দিয়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ও বিভিন্ন রকমের রঙিন প্লেকার্ড।
শোভাযাত্রায় উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন স্থানীয় শিল্পীবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ