বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করে নিয়েছে পার্বত্য জেলা বান্দরবান। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বেলুন উড়িয়ে এ মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রাজার মাঠে এসে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার, বান্দরবানের মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প্রশাসন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীরা এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
পরে বর্ষবরণ উপলক্ষে রাজার মাঠে স্থানীয় শিল্পীদের সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর