মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলার নতুন বছর বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা।
স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এক মিলন মেলায় পরিণত হয়।
বর্ষবরণে অন্যান্য অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্তরের স্কুল ও কলেজের শিক্ষর্থীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ আনোয়ার খোকন, উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান ও ওসি মো. শাহীনুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
বিডি প্রতিদিন/এমআই