বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কামাল হোসেন (২৬) নামে এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাত ভাই। জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাড়িয়ালা গ্রামে বাড়ির সামনে মাছ ধরা বল্লম দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত কামাল হোসেন দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, নিহত কামাল হোসেন দুপুরে বিড়ি ফ্যাক্টরি থেকে বাড়িতে আসে। এ সময় তার চাচাত ভাই আজিজ মোল্লাসহ অন্য ভাইয়েরা তার উপর বল্লম দিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর