প্রাচীন বাংলার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। জামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খায়রুল ইসলামের উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দূর-দূরান্ত থেকে ৯টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়াগুলোকে টাইগার, বিদ্যুৎ ও বাহাদুরসহ বাহারী নামে ডাকা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে এমন বিনোদনমূলক ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুুরুষসহ প্রায় ১০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার শেষ রাউন্ডে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের মোক্তার মোল্লার ঘোড়া প্রথম স্থান, একই উপজেলার গোপালনগর গ্রামের ফুল মিয়ার টাইগার নামের ঘোড়া দ্বিতীয় স্থান, মোক্তার মোল্লার বিদ্যুৎ নামের আরেকটি ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
আয়োজক মো. খায়রুল ইসলাম বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজকের এই আয়োজন। হঠাৎ করে এমন আয়োজনে এত দর্শনার্থী উপস্থিত থাকবে এটি অকল্পনীয় ছিল। আগামীতে গ্রামীণ জনপদের বিলুপ্ত প্রায় খেলাগুলো বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাব।
বিডি প্রতিদিন/এমআই