ঝালকাঠীর নলছিটি উপজেলার দক্ষিণ তিমিরকাঠী গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে র্যাব-৮।
শুক্রবার দিবাগত রাতে ওই এলাকার দপদপিয়া-জিরোপয়েন্ট অটোস্ট্যান্ড সংলগ্ন সোহেল শিকদারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রহিম মীর (৩৪) ও মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি আবদুল্লাহ বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম