নড়াইলের কালিয়ায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাঁচুড়ী বাজার যুবলীগ কার্যালয়ে চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আনসার উদ্দিন শেখ, ইউসুফ শেখ, যুবলীগ নেতা ইমরুল ইসলাম, আলী হোসেন মোল্যা, রমিমুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মিঠু শেখ, চাঁচুড়ী বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি জান্নাত সরদার, সিদ্দিকুর রহমানসহ চাঁচুড়ী বাজারের ব্যবসায়ীবৃন্দ।
হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হকের রোগমুক্তির কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ আহমেদ উল্লাহ্।
বিডি প্রতিদিন/ফারজানা