ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১৪ কেজি গাঁজা'সহ স্বামী স্ত্রীকে আটক করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার সকাল ৭টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রাম থেকে স্বামী স্ত্রীকে আটক করা হয়।
আটককৃত স্বামী স্ত্রী হলেন- বাগেরহাট জেলার ঝালডাঙা উপজেলার কচুয়া এলাকার আলী আকবর হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫) ও জামাল হাওলাদারের স্ত্রী রিক্তা আক্তার (২৫)
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামসুল আলম বলেন, তদন্তকেন্দ্রের নিয়মিত টহলে এসআই পঙ্কজ সাহা এসআই বেলাল'সহ ফোর্স মিলে স্বামী স্ত্রীকে ১৪ কেজি গাঁজা'সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলায় আটক দেখিয়ে থানার মাধ্যমে জেলে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম