বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫৬টি ঘরের তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মনিরুজ্জামান মনির, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, কামাল হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আল আমিন, নান্টু, মাহফুজার, জহুরুল ইসলাম ও মুক্তার প্রমুখ।
বগুড়া জেলার জন্য ৫৭৭টি গৃহ নির্মাণ করা হবে। এর মধ্যে শনিবার ৫৬টি ঘরের মালিকদের যাচাই-বাছাই করা হয়। এ প্রকল্পের আওতায় দেশে ১ লাখ ১৮ হাজার ঘর হস্তান্তর করা হয়েছে। আরও ১ লাখ ৭৮ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর