বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৩৫০ জন কৃষককে বীজ, সার এবং ২ জন কৃষককে ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।
শনিবার দুপুরে সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ করা হয়।
২০২১-২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বীজ, সার ও কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করেন ও বক্তব্য রাখেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, কৃষক আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার রবিউস ইসলাম।
বিডি প্রতিদিন/এএম