বগুড়ার ধুনট উপজেলায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটায় ধুনট উপজেলার কালেরপাড়া নিত্তিপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল নিত্তিপোতা মধ্যপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায় কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামে ইছামতি নদীর পশ্চিম পাশের এক জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঘরের মধ্যে মাদকদ্রব্য এবং অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ। এই সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সেখানে অভিযান পরিচালনা করে শহিদুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শহিদুলের বিরুদ্ধে ধুনট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল