ভালুকায় এক নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলি নামক স্থানে। ঘটনাটি স্থানীয় প্রভাবশালী মহল ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে।
জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার হবিরাবাড়ি ইউনিয়নের জব্বারের মোড়ের নূর মোহাম্মদের ছেলে জুলহাস উদ্দিন স্থানীয় চান মিয়ার বাসার ভাড়াটিয়া লোকমান হোসেনের স্ত্রী এক সন্তানের জননী গার্মেন্টস শ্রমিক নূর জাহানকে (৩৫) জরুরি কাজের কথা বলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানের কাছে অভিযোগ করলে তিনি অভিযুক্ত জুলহাস উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এ ঘটনায় জুলহাস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর