গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পৃথক দুটি সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলার কালিয়াকৈর পল্লীবিদ্যুত এলাকায় পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে দুটি কমিটি গঠন করা হয়।
পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক দেওয়ান মোয়াজ্জেম হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাফিন, জেলা বিএনপির সচীব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিদায়ী পৌর সভাপতি হুমায়ুন কবীর খান ও সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভি আহাম্মদ দুলাল, জেলা বিএনপির সদস্য সাইজউদ্দিন প্রমুখ।
পরে দেওয়ান মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, রাইজউদ্দিনকে সাধারন সম্পাদক, নুরুল ইসলাম সিকদারকে সহ-সভাপতি, সাইজউদ্দিনকে যুগ্মসাধারন সম্পাদক ও রেজভি আহম্মেদ দুলালকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।
এর আগে সকালে উপজেলা সাহেব বাজার এলাকায় মুহাম্মদ হেলাল উদ্দিনকে সভাপতি ও পারভেজ আহম্মেদকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এএম