চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় সোহাগ (৪) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক রাব্বিকে (২২) এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার বিকেলে পুরানবাজার মেরকাটিজ রোডে গাজী বাড়ি কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে শত শত লোকজন পিকআপ চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করে। পরে পুরানবাজার ফাঁড়ির পুলিশ বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিশু সোহাগ ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার সময় শিশুটি প্রাইভেট পরে বাসায় ফিরছিল। রাস্তা পারাপারের সময় পুরানবাজার থেকে মালামাল নিয়ে ফরিদগঞ্জ যাওয়ার সময় দ্রুত গতির পিকআপ ভ্যানটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যায়।
পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ সোহেল মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চালক রাব্বিকে আটক করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই