ঝালকাঠিতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক রফিকুল ইসলাম খলিফা (৫২) কাঠপট্টি এলাকার আবদুল মালেক খলিফার ছেলে।
রবিবার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন