টাঙ্গাইলের সখীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধাআবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান, উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহা প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ