কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেয়খালীয়া পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নৃশংস ও সন্ত্রাসী হামলা চালিয়ে সহোদর চার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেয়খালীয়া পাড়া এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে আজিজের সঙ্গে প্রতিবন্ধী মঞ্জুরের বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে প্রতিবন্ধী মঞ্জুর আলমকে (৩৩) মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনার খবর পেয়ে প্রতিবন্ধী মঞ্জুরের পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানোর প্রস্তুতি নিলে একই এলাকার পুরাতন রোহিঙ্গা আজিজুর রহমান প্রকাশের ছেলে হাছান আহমদ (৪৫), রওশন (৪০), ছৈয়দুর রহমান (৩৮), আদেল (৩৫), আব্দুল আজিজ (৩৩) ও তার জামাতা কুলাল পাড়ার প্রকাশ টিংকুর নেতৃত্বে ৮/১০ জন ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবন্ধী মঞ্জুর আলমের ভাইদের উপর হামলা করে একে একে তার ভাই হাছন আহমদ (৪৭), হাফেজ আহমদ (৪৫), শাকের আহমেদকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায়।
পরবর্তীতে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহত পরিবারের স্বজনরা বলেন,বেশ কিছুদিন আগে প্রতিবন্ধী মঞ্জুরের কাছ থেকে একই গ্রামের আজিজ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড বানিয়ে দিবে বলে মোটা অংকের টাকা নেন। কিন্তু প্রতিবন্ধী মঞ্জুরকে বিভিন্ন সময় আজিজকে কার্ডের বিষয়ে জিজ্ঞাসা করলে কালক্ষেপন করতে থাকে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদান্তধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ