জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকল বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। এ দেশের যা কিছু অর্জন হয়েছে তার সবকিছুই এসেছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে।
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পর পরই শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সংগঠন।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, সদর সার্কেলের পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুইশহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন
বিডি প্রতিদিন/ফারজানা